সোনাগাজীর মানুষকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. সৈয়দ তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫১
অ- অ+

‘সোনাগাজী ফোরাম ঢাকা’-এর উদ্যোগে সোনাগাজীবাসীর এক মহামিলনমেলা বুধবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি ইবরাহীম বাহারীর সভাপতিত্বে এবং ফোরামের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তাঁর বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দুটি বড় রাজনৈতিক দল রয়েছে, একটি দলের সমর্থন ২৪% এবং আরেকটির ২১%। অপরদিকে ৪৮% ভোটার এখনো নীরব, যারা জামাতে ইসলামী বা বিএনপির সঙ্গে যুক্ত নয়। এই নীরব ভোটাররা দেশের জন্য যেটি ভালো হবে সেটি বিচার করেই সিদ্ধান্ত নেবে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের বিজয়ের সম্ভাবনা ৩০০%। যদি এই নীরব ভোটারের ৩০% আমাদের সাথে আসে, তাহলে জামায়াতে ইসলামী কমপক্ষে ৫১% সমর্থন পাবে।” তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের আগে জামায়াতে ইসলামী ১০% থেকে ১২% সমর্থন পেত, কিন্তু বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়েছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাবে ইনশাআল্লাহ। তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানান, সপ্তাহে অন্তত তিন দিন নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক।

ডা. ফখরুদ্দীন মানিক বলেন, “আজকের মিলনমেলা প্রমাণ করেছে যে সোনাগাজীর মানুষ কতটা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে ‘সোনাগাজী ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা করি।”

শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সহকারী সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি ড. জসিম উদ্দিন ফরায়েজি, মনির উদ্দিন মনি ও জয়নাল আবেদীন খান, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ কালিমুল্লাহ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মামুন, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ফেরদৌস, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, , সাবেক সচিব মাহবুবুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও ফেনী ফোরাম ঢাকার সভাপতি জনাব কবির আহমদ, এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/ জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে লঘুচাপ, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’
সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর বাগদানের মাধ্যমে নতুন ইনিংস শুরু, জানুন পাত্রী কে
স্বর্ণ পাচারে জড়িত কেবিন ক্রু রুদাবা সুলতানা সাময়িক বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা