স্বর্ণ পাচারে জড়িত কেবিন ক্রু রুদাবা সুলতানা সাময়িক বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গত মঙ্গলবার (১২ আগস্ট) তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলেও বুধবার (১৩ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।
রুদাবা ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি ৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণ করার সময় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নজরে আসে। তিনি কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দেহে বিশেষভাবে লুকানো টিস্যু পেপারে রাখা দুটি স্বর্ণের চেইন ছুড়ে ফেলার চেষ্টা করেন। কাস্টমস কর্মকর্তারা তা নজরে নিয়ে আটক করেন। পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, জব্দকৃত স্বর্ণের ওজন ২৩০ গ্রাম এবং ২৪ ক্যারেটের ১০০ ভাগ বিশুদ্ধ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমানের স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়েছে, রুদাবার এই কর্মকাণ্ড বিমানের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
সাসপেন্ডের সময় রুদাবা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন এবং বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে হবে। এছাড়া তিনি তাঁর বর্তমান ঠিকানায় অবস্থান করবেন।
ফ্লাইট পার্সার বিভাগের সূত্র জানায়, রুদাবা সুলতানা প্রভাবশালী কর্মী। তার ভাই কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হওয়ায় ধরা পড়ার পরও তিনি প্রভাবশালীদের সহায়তায় বের হওয়ার চেষ্টা করেছিলেন। তবে কাস্টমস কর্মকর্তারা তার এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন।
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কঠোর ব্যবস্থা নিয়ে কর্মীদের সতর্ক করেছে এবং ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় তদারকি জোরদার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন