চলতি বছর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট বন্ধ, ই-লাইসেন্সেই চলবে কার্যক্রম

চলতি বছর নতুন করে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড গ্রাহকদের হাতে পৌঁছাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। লাইসেন্স প্রিন্টিংয়ের দায়িত্বে থাকা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের (এমএসপি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নতুন ঠিকাদার নিয়োগ পেতে আরও অন্তত ছয় মাস সময় লাগবে।
বর্তমানে বিআরটিএতে প্রায় সাত লাখ লাইসেন্স প্রিন্টের অপেক্ষায় রয়েছে, যা আগামী ছয় মাসে ১০ লাখ ছাড়াতে পারে। তবে কার্ড প্রিন্ট বন্ধ থাকলেও ই-লাইসেন্স সরবরাহ অব্যাহত থাকবে এবং পুলিশকে তা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছরের জন্য এমএসপি এই দায়িত্ব পালন করে আসছিল। গত ২৮ জুলাই তাদের চুক্তি শেষ হয়। চুক্তি অনুযায়ী পাঁচ বছরে ৪০ লাখ লাইসেন্স কার্ড সরবরাহ করার কথা থাকলেও ২৬ লাখ গ্রাহক লাইসেন্স পেয়েছেন, বাকি সাত লাখ কার্ড প্রিন্টের আগেই মেয়াদ শেষ হয়ে যায়।
বিআরটিএ সূত্র জানায়, ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট বন্ধ থাকলেও আবেদন গ্রহণ চলমান থাকবে। তবে উদ্বেগের বিষয় হলো, লাইসেন্স-সংক্রান্ত সার্ভার ও ডাটাবেজের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে রয়েছে, যা থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১১ সালে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করে বিআরটিএ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন এবং ডাটাবেজ হস্তান্তর নিয়ে একের পর এক জটিলতায় পড়ছে সংস্থাটি।
(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন