৭ দিনের মধ্যে ভোলাগঞ্জে লুট হওয়া সাদাপাথর ফেরতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৪:৩১| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৫:০০
অ- অ+

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদাপাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের তালিকা জমা দিতে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে সকালে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী একটি রিট আবেদন করেন।

রিটে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ আইনি ব্যবস্থা নেয় এবং ভোলাগঞ্জ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া সাদাপাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে একটি রুল জারির আবেদনও করা হয়।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের সামনেই দিনে-দুপুরে এসব পাথর তোলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 ‘সাদা পাথর’ পরিবেশগতভাবে কেন গুরুত্বপূর্ণ, যেভাবে তৈরি হয়
গত বছরের ৫ আগস্টের পর অপুর সঙ্গে দেখা হয়নি: আসিফ মাহমুদ
‘আপনার মেয়ে আর বেঁচে নেই’—ফোনে জানিয়ে স্বামী উধাও
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ১৫ কেজি ওজনের পাঙাশ মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা