অসদাচরণ ও পলায়নের অভিযোগে উপবিভাগীয় প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৫:০১| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৫:২৮
অ- অ+

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ আগস্ট মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’–এর অভিযোগে করা বিভাগীয় মামলায় দেবতোষ দেবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সিলেটের গণপূর্ত উপবিভাগ–২–এ কর্মরত অবস্থায় দেবতোষ দেব ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে পনের দিনের ছুটিতে কানাডা যান। তবে ১৩ মার্চ ছুটি শেষে কর্মস্থলে ফেরেননি এবং কর্তৃপক্ষের নোটিশেরও জবাব দেননি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৪–এর অধীনে তাকে বরখাস্ত করা হয়।

এদিকে বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে চিহ্নিত হওয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়।

বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী (ই/এম) ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী (সিভিল) মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়: বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
ভোরে মাংস খেতে নীলা মার্কেট যান উপদেষ্টা আসিফ মাহমুদ, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা