ভোরে মাংস খেতে নীলা মার্কেট যান উপদেষ্টা আসিফ মাহমুদ, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে

ভোররাতে হাঁসের মাংসের জন্য ৩০০ ফিটের নীলা মার্কেটে যান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সেখানে দোকান বন্ধ থাকলে চলে যান গুলশানের ওয়েস্টিন হোটেলে—এমনই জানিয়েছেন তিনি নিজেই।
উপদেষ্টা জানান, রাতে কখনও কখনও কাজ শেষ হতে ভোর হয়ে যায়। ওই সময় খাবার দেয়ার জন্য বাসায় কেউ থাকে না। এ কারণে তিনি প্রায়ই কয়েকজনকে নিয়ে ৩০০ ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। “ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়,” বলেন তিনি। তবে ভোরে দোকান বন্ধ থাকলে বিকল্প হিসেবে গুলশানের হোটেল ওয়েস্টিনে যান।
ভিডিও স্বীকারোক্তিতে অভিযুক্ত জানে আলম অপুর দাবি অনুযায়ী, একদিন ওয়েস্টিনে উপদেষ্টার সঙ্গে তার দেখা হয়েছিল কি না—এই প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সেদিন তিনি গিয়েছিলেন কি না মনে নেই।এছাড়াতদন্তাধীন এই ঘটনায় নিজের কোনও সম্পৃক্ততা নেই বলে দৃঢ়ভাবে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএম)

মন্তব্য করুন