ভোরে মাংস খেতে নীলা মার্কেট যান উপদেষ্টা আসিফ মাহমুদ, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৬:১৭
অ- অ+

ভোররাতে হাঁসের মাংসের জন্য ৩০০ ফিটের নীলা মার্কেটে যান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সেখানে দোকান বন্ধ থাকলে চলে যান গুলশানের ওয়েস্টিন হোটেলে—এমনই জানিয়েছেন তিনি নিজেই।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের এই ভোররাতের খাওয়ার অভ্যাসের কথা বলেন। প্রসঙ্গটি আসে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে।

উপদেষ্টা জানান, রাতে কখনও কখনও কাজ শেষ হতে ভোর হয়ে যায়। ওই সময় খাবার দেয়ার জন্য বাসায় কেউ থাকে না। এ কারণে তিনি প্রায়ই কয়েকজনকে নিয়ে ৩০০ ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। “ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়,” বলেন তিনি। তবে ভোরে দোকান বন্ধ থাকলে বিকল্প হিসেবে গুলশানের হোটেল ওয়েস্টিনে যান।

ভিডিও স্বীকারোক্তিতে অভিযুক্ত জানে আলম অপুর দাবি অনুযায়ী, একদিন ওয়েস্টিনে উপদেষ্টার সঙ্গে তার দেখা হয়েছিল কি না—এই প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সেদিন তিনি গিয়েছিলেন কি না মনে নেই।

এছাড়াতদন্তাধীন এই ঘটনায় নিজের কোনও সম্পৃক্ততা নেই বলে দৃঢ়ভাবে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেস সচিবের বছরপূর্তির আত্মমূল্যায়ন- ৩৬ ঘণ্টায় দিন হলে ভালো হতো
দুদকের মামলায় পাপিয়া দম্পতির সাড়ে তিন বছর কারাদণ্ড
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়: বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা