নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা আসবে না: মানিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৩৪| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৪২
অ- অ+

বিএনপির প্রবাসীবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের অর্থনীতি খুব একটা ভালো না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না।

বুধবার চাঁদপুর জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়েছে কিন্তু তাদের লোকজন এখনো সক্রিয়। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে যেন এই সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে না পারে। দেশে নানান সদস্য চলমান। গণতান্ত্রিক সরকার এলেই দেশের চলমান সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, কয়েকটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোনো কিছু ঘটলেই যাচাই-বাছাই না করে আমাদের ওপর দোষারোপ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, কোনো অপশক্তি অন্যায়ভাবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ২০১১ সাল থেকে আমরা আন্দোলন করছি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এজন্য জেলে গেছেন। সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়ব।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বলিউডে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড গড়েছেন হৃতিক রোশন ও সুজান, খরচ ৫২৭ কোটি টাকা
হার্ট অ্যাটাক করে হাসপাতালে হিরো আলম, চলছে চিকিৎসা
মাইলস্টোন ট্র্যাজেডি: ২৪ দিন লড়াই করে না ফেরার দেশে শিক্ষিকা মাহফুজা
প্রাণনাশের হুমকি পেয়ে আইজিপির কাছে অভিযোগ দিলেন শ্রমিকদল নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা