বলিউডে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড গড়েছেন হৃতিক রোশন ও সুজান, খরচ ৫২৭ কোটি টাকা

বলিউডের তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার লেনদেন। তবে বলিউডে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড গড়েছেন হৃতিক রোশন ও সুজান খান। তাদের বিচ্ছেদ নিষ্পত্তিতে জড়িত অর্থের পরিমাণ ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ৩৮০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা। নগদ অর্থ, সম্পত্তি বা বিনিয়োগের মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি।
হৃতিক রোশন বলিউডের পরিচিত নির্মাতা রাকেশ রোশনের ছেলে এবং সুজান খান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে। তারা শৈশবের বন্ধু ছিলেন এবং ২০০০ সালের ব্লকবাস্টার সিনেমা কাহো না প্যায়ার হ্যায়-এ একসঙ্গে কাজের সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই ছেলে—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।
২০১০ সালে কাইটস ছবির শুটিং চলাকালে তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরা পড়ে। অবশেষে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ১৪ বছরের সংসার শেষ হয়। বিচ্ছেদের পরও হৃতিক ও সুজান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। সন্তানদের সঙ্গে মাঝে মধ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
বর্তমানে হৃতিক রোশন প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান খান সম্পর্কে রয়েছেন আর্সলান গোনি-এর সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ওয়ার ২ ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন