ঘরে বসেই আবেদন করুন সব ধরনের নাগরিক সেবার

আগে নাগরিক সেবাসমূহের সনদ নিতে হলে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হতো। এখন আর সেটা করতে হয় না। আপনি চাইলে এলজিডি সেবা প্লাটফর্ম ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই অনলাইনে ৪০ এর অধিক সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন।
চলুন তবে, এলজিডি সেবা প্লাটফর্ম ব্যবহার করে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হতে সব থেকে বেশি প্রচলিত সেবা নাগরিক সনদপত্র খুব সহজভাবে পাওয়ার ধাপগুলি জেনে নিই।
নাগরিক সনদপত্র কী?
নাগরিক সনদপত্র হলো এমন একটা কাগজ, যেটা দিয়ে প্রমাণ হয় আপনি বাংলাদেশের কোন এলাকার নাগরিক। এটা অনেক কাজে লাগে, যেমন: - পাসপোর্ট করতে - স্কুলে ভর্তি নিতে - জমি কেনাবেচায় - চাকরির জন্য - সরকারি ভাতা নিতে - ব্যাংক অ্যাকাউন্ট খুলতে
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
ধাপ ১: ওয়েবসাইটে যান
আপনার ইউনিয়ন বা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যান। (https://lgdsheba.com/) লিংক হতে আপনার ইউনিয়ন বা পৌরসভা নির্বাচন করুন।
ধাপ ২: নাগরিক সনদ সিলেক্ট করুন
ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ওয়েবসাইটে গিয়ে ৪০ এর অধিক সেবাসমুহের সনদের তালিকা থেকে ‘নাগরিক সনদ’ নির্বাচন করুন।
ধাপ ৩: ফর্ম পূরণ করুন
একটা ফর্ম আসবে, যেখানে কিছু তথ্য দিতে হবে:
- আপনার নাম
- বাবার/মায়ের নাম
- জন্মতারিখ
- এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর
- ঠিকানা
- মোবাইল নম্বর
- ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র (স্ক্যান/ফটো)
ধাপ ৪: ফি পরিশোধ করুন
ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নিধারিত ফি প্রদান করতে হয়। আপনি বিকাশ/নগদ/রকেট দিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন।
ধাপ ৫: আবেদন সাবমিট করুন
সব তথ্য ঠিকঠাক দিয়ে সাবমিট করুন। এরপর আপনি একটা রিসিপ্ট বা ট্র্যাকিং নম্বর পাবেন—সেটা সংরক্ষণ করে রাখুন।
সনদপত্র কীভাবে পাবেন?
- স্বল্প সময়ে আপনার আবেদন যাচাই হবে।
- এরপর আপনি SMS পাবেন।
- আপনি চাইলে অনলাইন থেকে সনদের কপি ডাউনলোড করতে পারবেন।
- অথবা অফিসে গিয়ে মূল কপি (হার্ড কপি) নিতে পারবেন।
জরুরী কিছু বিষয় খেয়াল রাখবেন :
- সব তথ্য ঠিকমতো দিন—ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে।
- ছবি বা ডকুমেন্ট যেন স্পষ্ট হয়।
- আবেদন করার পর মাঝে মধ্যে ওয়েবসাইটে গিয়ে দেখে নিন—আপনার সনদ রেডি হয়েছে কি না।
বাংলাদেশে এখন নাগরিক সেবা সমুহের সনদ পেতে আর অফিসে দৌড়াদৌড়ির দরকার নেই। মোবাইল বা কম্পিউটার থাকলেই ঘরে বসেই সবকিছু করা যায়। তাই সময় ও ঝামেলা বাঁচাতে এখনই অনলাইনে নাগরিক সেবাসমূহের সনদের জন্য আবেদন করে সনদ গ্রহণ করুন।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরকে)

মন্তব্য করুন