প্রাণনাশের হুমকি পেয়ে আইজিপির কাছে অভিযোগ দিলেন শ্রমিকদল নেতা

রাজনৈতিক পরিচয় বদলে বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৪:৩৮| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৫:১৬
অ- অ+

রাজধানীর পল্লবীর শ্রমিক দলের এক নেতা পাঁচজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এ নিয়ে মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো— সেলিম সেনা, সজিব আহম্মেদ তাসকিন, সজিব, আতি বক্স ও রাজিব।

পল্লবী থানা শ্রমিক দলের ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন তার অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের আগে দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলো। তবে পতনের পর তারা রাজনৈতিক পরিচয় পাল্টে নিজেদের বিএনপি নেতা দাবি করতে শুরু করে।

জাকিরের দাবি, অভিযুক্তরা বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে নির্মূলের চেষ্টা করেছে। এমনকি তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন।

বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্য হলো—তিনি যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন।

জাকির হোসেন তার ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
 ‘সাদা পাথর’ পরিবেশগতভাবে কেন গুরুত্বপূর্ণ, যেভাবে তৈরি হয়
গত বছরের ৫ আগস্টের পর অপুর সঙ্গে দেখা হয়নি: আসিফ মাহমুদ
‘আপনার মেয়ে আর বেঁচে নেই’—ফোনে জানিয়ে স্বামী উধাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা