ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৫:৫৫| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৬:১৮
অ- অ+

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), কেন্দ্রীয় কৃষক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭), স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক

মাহাবুবুল হক হেলাল (৫৬), পল্লবী থানা ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪), সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু, দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগ সদস্য শামসুদ্দীন (৪৭), ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) এবং বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের গোয়ালনগর ইউনিটের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।

ডিবি জানায়, লালবাগ, গুলশান, মতিঝিল, সাইবার, মিরপুর ও ওয়ারী বিভাগের বিভিন্ন টিম পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের মামলায় পাপিয়া দম্পতির সাড়ে তিন বছর কারাদণ্ড
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়: বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
ভোরে মাংস খেতে নীলা মার্কেট যান উপদেষ্টা আসিফ মাহমুদ, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা