হার্ট অ্যাটাক করে হাসপাতালে হিরো আলম, চলছে চিকিৎসা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। আগের চেয়ে খানিকটা সুস্থ রয়েছেন তিনি। সেখান থেকে জানান, চিকিৎসক বলেছেন বিপদ এখনো কাটেনি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সার্বক্ষনিক চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই। এর মধ্যেই খবর ১৩ আগস্ট বিকালে হার্ট অ্যাটাক হয়েছে হিরো আলমের।
তার সহকর্মী সেলিম গণমাধ্যমকে জানান, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান।
তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।
এর আগে স্ত্রী রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই।
পরে রিয়া মনি জানান, আলমের আত্মহত্যা চেষ্টা একটা সাজানো নাটক ছিল। নেটিজেনদের প্রশ্ন এবার কি আসলেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন নাকি হাস্যরসের ফাঁদ? এটা কী বাস্তব, নাকি হিরো আলমের সোশ্যাল মিডিয়া ড্রামা?
তবে চিকিৎসক বলছেন, অতিরিক্ত টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয়েছে আলমের।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরকে)

মন্তব্য করুন