ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৫:০৪| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৯
অ- অ+

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটি ছিল ঢাকাগামী রয়েল এক্সপ্রেস, অন্যটি মাগুরাগামী ডিডি পরিবহন। কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর মুখোমুখি ধাক্কায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধার তৎপরতা শেষে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব
ভোরে মাংস খেতে নীলা মার্কেট যান উপদেষ্টা আসিফ মাহমুদ, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
 ‘সাদা পাথর’ পরিবেশগতভাবে কেন গুরুত্বপূর্ণ, যেভাবে তৈরি হয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা