শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৪:০৫| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৪:১১
অ- অ+

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অবরোধে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আজ রেল ও সড়কপথ দুটিই অবরোধের পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার উল্লাপাড়ায় রেলপথ অবরোধের কারণে শিডিউল বিপর্যয় ঘটে। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রেলপথ ছেড়ে দিয়েছি, তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি চলছে।”

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীরা সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মহাসড়কে বসে পড়েন এবং দুই লেনই বন্ধ করে দেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন হয়নি। এ দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মহাসড়ক অবরোধ করে একটানা কর্মসূচি পালন করেছিলেন তারা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলেন।

তবে ৬ মাসেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মাধ্যমে পুনরায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আজকের অবরোধ সেই ধারাবাহিকতার অংশ।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 ‘সাদা পাথর’ পরিবেশগতভাবে কেন গুরুত্বপূর্ণ, যেভাবে তৈরি হয়
গত বছরের ৫ আগস্টের পর অপুর সঙ্গে দেখা হয়নি: আসিফ মাহমুদ
‘আপনার মেয়ে আর বেঁচে নেই’—ফোনে জানিয়ে স্বামী উধাও
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ১৫ কেজি ওজনের পাঙাশ মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা