গোলাম দস্তগীর গাজী ঘনিষ্ট জাহাঙ্গীর এখন ওয়ার্ড যুবদলের সভাপতি, ক্ষুব্ধ ত্যাগীরা

রাজধানীর সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম, যিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ গোলাম গাজী দোস্তগীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় ত্যাগী নেতারা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাম দস্তগীর গাজীসহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে জাহাঙ্গীরের তলা ঘনিষ্ঠ ছবি ঘুরপাক খাচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গত ১৬ বছর বিএনপি নেতারা যখন নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন সে সময় গাজী দস্তগিরের ছত্রছায়ায় ছিলেন এই জাহাঙ্গীর, শুধু তাই নয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে জড়িয়েছেন নানা ধরনের অপকর্মে, করেছেন বালুর ব্যবসা।
নামপ্রকাশে অনিচ্ছুক ৭৩ নং ওয়ার্ড যুবদলের এক কর্মী বলেন, জাহাঙ্গীরের যুবদলের সভাপতি পদ নিয়ে আছে নানা বিতর্ক, তিনি কিভাবে পদ পেয়েছেন সেটা বড় প্রশ্ন। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছেন,আওয়ামীলীগের আমলে জাহাঙ্গীর দাপিয়ে বেড়িয়েছেন নিজেকে যুবলীগের নেতা বলে,বর্তমানে তিনি যুবদলের সভাপতি।
সবুজবাগের বিএনপির আরেক নেতা বলেন, জাহাঙ্গীর বিগত ১৭ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধে জডিয়ে ছিলেন,জাহাঙ্গীরের সাথে সুটার রমজানের গভীর সম্পর্ক ছিলো, দুইজনের আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।
অনুসন্ধানে আরো জানা গেছে, আওয়ামীলীগ নেতা গোলাম গাজী দস্তগীর সহ বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে গভীর সক্ষতা ছিলো জাহাঙ্গীরের। তাদের ছত্রছায়ায় তৎকালীন সময়ে জাহাঙ্গীর সবুজবাগ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার বহু নেতাকর্মী পালিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন যুবদল নেতা বনে যাওয়া এই জাহাঙ্গীর ।
অভিযোগের বিষয়ে বিএনপির এক নেতা বলেন,আওয়ামীলীগ কে সুসংগঠিত করার লক্ষে বা আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দিতে যে নেতা সহযোগিতা করবে,তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। এই ধরনের অভিযোগে আমরা যাদের সত্যতা পাচ্ছি তাদের দল থেকে একবারে বহিস্কার করে দিচ্ছি।
তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে এই ধরনের অপকর্মে যারা জড়াবেন তারা বিএনপি থেকে একবারে দূরে চলে যাবেন।
এসব অভিযোগ স্বীকার করে নিজেকে ত্যাগী বিএনপি নেতা বলে দাবী করেন জাহাঙ্গীর। গোলাম দস্তগীর গাজীর সঙ্গে ছবির বিষয়ে তিনি বলেন, একটি বিয়ের দাওয়াত খেতে গিয়ে তার সঙ্গে ছবি তুলেছিলাম।

মন্তব্য করুন