পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৮:০৩
অ- অ+

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলাকালে সাক্ষীদের বিদেশ থেকে আসতে না দেওয়ার সাইফার মেসেজসহ অন্যান্য মেসেজ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দেবে তার পরিবার। আগামী রোববার (১৭ আগস্ট) তাদের এই নোটিশ পাঠানোর কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তার স্ত্রী, দুই ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘৭১ সালে আমার বাবা যে দেশের বাইরে ছিলেন, তার সাক্ষী হিসেবে বিচার চলাকালীন চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল সেটি নাকচ করে দিয়েছিলেন। যারা ডিফেন্স উইটনেস হিসেবে আসতে চেয়েছিলেন তারা হলেন- মুহিব আরজুমান খান, আম্বার হারুন সায়গাল, ইসহাক খান খাকওয়ানী এবং রিয়াজ আহমেদ নূহ।’

সালাউদ্দিন-পুত্র বলেন, ‘এই চার ব্যক্তি বাংলাদেশে আসতে না পেরে পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেছিলেন। তারা যদি আসতে পারতেন, তাহলে তারা এটা প্রমাণ করতে পারতেন যে, আব্বা সে সময় পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিলেন।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে লাইটার জাহাজ
নির্বাচন যেন ফেব্রুয়ারি ক্রস না করে, সতর্ক থাকতে হবে: দুদু
হৃদযন্ত্রে সমস্যা নেই, হিরো আলম মানসিকভাবে আপসেট: চিকিৎসক
২০১৩ নির্বাচনের ভোটকেন্দ্রে কর্মকর্তা হত্যা মামলায় ১২৩ জন খালাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা