বিজিবির হাতে ধরা

সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ২২:৫০| আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২২:৫৩
অ- অ+

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ৫১ হাজার মার্কিন ডলারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ ফাশিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ভারতের সঙ্গে সংলগ্ন সীমান্ত দিয়ে ডলার পাচারের চেষ্টা হবে। পরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টারমাস্টার হায়দার আলীর নেতৃত্বে একটি দল সীমান্ত মেইন পিলার ৯৯ থেকে ২০০ গজ ভেতরে ফাশিতলা এলাকায় অ্যাম্বুশ করে।

দুপুর ১২টার দিকে ঘাসের বস্তা হাতে সাইকেলযোগে এক ব্যক্তি শুন্যরেখা এলাকা থেকে আনন্দবাস গ্রামের দিকে এলে বিজিবি তাকে থামানোর চেষ্টা করে। তবে তিনি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়।

তল্লাশিতে ঘাসের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। জব্দ করা হয় সাইকেল ও একটি বাটন মোবাইল ফোন। বিজিবির হিসাবে উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা