কাটাখাল সীমান্তে চারটি কালো ব্যাগে মিলল প্রায় পাঁচ লাখ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ০১:২১
অ- অ+

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন–৬৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পালংখালী ইউনিয়নের কাটাখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন সংবাদে সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত ৮টা ১০ মিনিটে মিয়ানমার দিক থেকে সাতজনকে মাছের ঘেরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা চারটি কালো ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮টি প্যাকেটে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবাগুলো আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডি–৩২: ‘আ.লীগ কর্মী’ সন্দেহে যুবককে মারধর, পুলিশে সোপর্দ
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা