ধানমন্ডি–৩২: ‘আ.লীগ কর্মী’ সন্দেহে যুবককে মারধর, পুলিশে সোপর্দ

রাজধানীর ধানমন্ডি–৩২ নম্বরে ‘আওয়ামী লীগ কর্মী’ সন্দেহে এক যুবককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোররাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে ধানমন্ডি–৩২ এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি ও সহযোগী সংগঠনের ২০০–২৫০ জন নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক যুবককে তারা আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করে মারধর করেন।
পরে তাকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক যুবকের নাম আবু সুফিয়ান। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার পূর্বপাড়া গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকার সুপার মার্কেটে থাকেন।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে আওয়ামী লীগের কর্মী নন বলে দাবি করেছেন। তাকে থানায় এনে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
এর আগে রাত নয়টার দিকে আওয়ামী লীগের কর্মী সন্দহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। তারা মোবাইলে ভিডিও কলের মাধ্যমে অন্যদের ধানমন্ডি ৩২ নম্বর দেখাচ্ছিলেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন