সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে শেখ হাসিনাসহ ২৮৬ জন, আদালতে অভিযোগপত্র দিল সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২১:০৮
অ- অ+

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতে জড়িত থাকার অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।

দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার পর ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকাটাইমসকে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। সিআইডি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে।

সূত্র জানিয়েছে, অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশি-বিদেশি যোগাযোগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নাশকতা পরিকল্পনা করেন। তালিকায় সাবেক মন্ত্রিপরিষদের সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা