বিদেশফেরত কর্মীদের কল্যাণে নীতি অনুমোদন সরকারের

প্রবাস থেকে ফিরে আসা অভিবাসী কর্মীদের দক্ষতা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ‘প্রত্যাগত অভিবাসী কর্মী পুনরেকত্রীকরণ নীতি, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতির অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতির উদ্যোক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নীতির মূল লক্ষ্য হলো অভিবাসন শেষে দেশে ফেরা কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান, এবং পুনর্বাসনে সহায়তা করা।
নীতির কৌশলগত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে, অভিবাসনকালে অর্জিত জ্ঞান ও দক্ষতার স্বীকৃতি দিয়ে দেশে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আগ্রহী অভিবাসীদের জন্য কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান, অভিবাসীকর্মী ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক সহযোগিতা, নির্যাতিত, লাঞ্ছিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়া অভিবাসীদের সহায়তা ও সুরক্ষা এবং সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের মাধ্যমে উদ্ভাবনমূলক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পুনরেকত্রীকরণ।
এ ধরনের নীতি বাস্তবায়নের মাধ্যমে বিদেশফেরত কর্মীরা সমাজের মূলধারায় আরও দক্ষভাবে যুক্ত হতে পারবেন এবং অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

মন্তব্য করুন