বিদেশফেরত কর্মীদের কল্যাণে নীতি অনুমোদন সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৯:৫০
অ- অ+

প্রবাস থেকে ফিরে আসা অভিবাসী কর্মীদের দক্ষতা, স্বাস্থ্যসেবা কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেপ্রত্যাগত অভিবাসী কর্মী পুনরেকত্রীকরণ নীতি, ২০২৫অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতির অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতির উদ্যোক্তা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নীতির মূল লক্ষ্য হলো অভিবাসন শেষে দেশে ফেরা কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান, এবং পুনর্বাসনে সহায়তা করা।

নীতির কৌশলগত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে, অভিবাসনকালে অর্জিত জ্ঞান দক্ষতার স্বীকৃতি দিয়ে দেশে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আগ্রহী অভিবাসীদের জন্য কারিগরি পরামর্শ প্রশিক্ষণ প্রদান, অভিবাসীকর্মী পরিবারের জন্য স্বাস্থ্যসেবা সামাজিক সহযোগিতা, নির্যাতিত, লাঞ্ছিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়া অভিবাসীদের সহায়তা সুরক্ষা এবং সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী সংশ্লিষ্ট অংশীজনদের মাধ্যমে উদ্ভাবনমূলক, অন্তর্ভুক্তিমূলক টেকসই পুনরেকত্রীকরণ।

ধরনের নীতি বাস্তবায়নের মাধ্যমে বিদেশফেরত কর্মীরা সমাজের মূলধারায় আরও দক্ষভাবে যুক্ত হতে পারবেন এবং অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দৌলতপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি
শাহ্জালাল ইসলামী ব্যাংকে নবনিযুক্ত কর্মকর্তাদের দুই দিনের ট্রেনিং কোর্স
কুমিল্লায় আইএফআইসি ব্যাংক-এর "ম্যানেজার্স মিট" অনুষ্ঠিত
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা