চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২০:০৬
অ- অ+

ন্যাশনাল ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবসা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট চট্টগ্রামের অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইন-চার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক এস এম হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিমসহ চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপক, করপোরেট শাখা ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার উপশাখার ব্যবস্থাপকরা।

সভায় চট্টগ্রাম অঞ্চলের করপোরেট শাখা এবং অন্যান্য শাখার পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথি আদিল চৌধুরী তার বক্তব্যে অনাদায়ী ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন,শাখা পর্যায়ে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ বিতরণে সতর্কতা, অনাদায়ী ঋণ কমানো এবং আমানত বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একই সাথে করপোরেট গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাসব শ্রেণির গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য সেবা চালুর মাধ্যমে ব্যাংকের বাজার অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। প্রত্যেক কর্মকর্তা যেন গ্রাহকের আস্থার প্রতীক হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

এছাড়া দলগতভাবে কাজ করার মানসিকতা ইতিবাচক মনোভাব নিয়ে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি শাখা ব্যবস্থাপক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা