কুমিল্লায় আইএফআইসি ব্যাংক-এর "ম্যানেজার্স মিট" অনুষ্ঠিত

কুমিল্লা ও নোয়াখালী জেলার কর্মকর্তাদের নিয়ে "ম্যানেজার্স মিট" শীর্ষক বিশেষ ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। কুমিল্লা সদরের হালিমনগরের স্থানীয় একটি মিলনায়তনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত হয় সভাটির।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়রাম্যান জনাব মো. মেহমুদ হোসেন।
এ সময় জনাব মো. মেহমুদ হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি কুমিল্লা ও নোয়াখালী জেলার ১৭টি শাখা ও ১৫৭ টি উপশাখার সকল কর্মীদের স্থানীয় গ্রাহকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা তার বক্তব্যে ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে বিভিন্ন দিন নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ২০২৫ সালের বাকী সময়েও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল। পরিশেষে মতামত বিনিময় পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ সভার। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন