ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২১:৫৮
অ- অ+

ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে অবস্থান নেওয়া ছাত্র-জনতার হাতে তিনজন আটক হয়েছেন। তাদের আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে একজন ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন। ভিডিও কলে বিপরীত পাশের ক্যামেরায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে দেন তারা।

প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ওই ব্যক্তির নিজের ফোনেও একই ধরনের ছবি পাওয়া গেছে। এ সময় বিক্ষুব্ধ অবস্থানকারীদের একজন বলেন, ‘গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে আসতে বলেছেন। আওয়ামী লীগের দালালরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে, সে জন্য আমরা অবস্থান নিয়েছি।’

প্রথম ঘটনার কিছুক্ষণ পর রাত ৯টার দিকে আরেকজনকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কী—তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। রাতের শেষ দিকে তৃতীয় একজনকেও একইভাবে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা করা হবে, জিজ্ঞাসাবাদও করা হবে। নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে, দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশ্বব্যাপী বিভাজন নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমন্বয় অপরিহার্য: কফিল উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা