ঝিলমিল প্রকল্পে প্লট, শেখ হাসিনার দপ্তরের ১৫ গাড়িচালকের বরাদ্দ বাতিল, তালিকা দেখুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ২১:২৩| আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২১:৩৭
অ- অ+

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের—রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ১৫ গাড়িচালকের নামে বরাদ্দ পাওয়া প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনায় নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে গাড়িচালকদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়। এমনকি তারা আবেদনও করেননি। এ ঘটনায় গঠিত দুই তদন্ত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বরাদ্দগুলো ‘নিয়মবহির্ভূত’ উল্লেখ করে বাতিলের সুপারিশ করা হয়।

যাদের বরাদ্দ বাতিল:

প্লট বাতিল হওয়া গাড়িচালকরা হলেন— বোরহান উদ্দিন, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, মাহবুব হোসেন, শাহীন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল ইসলাম, রাজন মাদবর, নুরুল আলম, নুর নবী ও মো. শাহীন। যাদের মধ্যে ছয়জন ৩ কাঠার করে এবং তিনজন ৫ কাঠার প্লট বরাদ্দ পেয়েছিল।

জানা গেছে, রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবর্হিভুতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাদের দাখিল করা প্রতিবেদনে দেখা যায় পনেরো গাড়িচালক ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন করেনি। এরপরেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বর্হিভুতভাবে তাদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে।

দু’টি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে ১৫ জন গাড়ী চালকের নামে বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করে। এরপরেই তাদের প্লট বরাদ্দ বাতিল করা হলো।

কাদের গাড়িচালক প্লট বাগিয়ে নেন:

প্লট পাওয়া চালকরা হলেন— ভিভিআইপি গাড়িচালক সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, ভিডিআইপি অ্যাম্বুলেন্সচালক নূরুল ইসলাম লিটন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালক রাজন মাদবর, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবের গাড়িচালক মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর গাড়িচালক মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর গাড়িচালক নূর হোসেন বেপারী, সহকারী একান্ত সচিব-২-এর গাড়িচালক বোরহান উদ্দিন, বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) গাড়িচালক বেলাল হোসেন।

তাছাড়া চিফ ফটোগ্রাফারের গাড়িচালক মিজানুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১-এর গাড়িচালক বাচ্চু হাওলাদার, তার একান্ত সচিব-১-এর শাখার নথিপত্র পরিবহনের দায়িত্বে নিয়োজিত গাড়িচালক নুরুল আলম, বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) গাড়িচালক নুরনবী (ইমন) এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন 
রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা