ধানমন্ডি ৩২-এ ফুল হাতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালককে মারধর, উদ্ধার করল পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা এক রিকশাচালক আজিজুর রহমান মারধরের শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান পায়ে রিকশা চালিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসার সময় হাতে ফুলের তোড়া নিয়ে ছিলেন। তোড়ার ওপর লেখা ছিল, “১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে সাধারণ রিকশাওয়ালা হিসাবে সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনেছি। আমি কোন দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি।”
আজিজুর রহমান জানান, তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসেননি। তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাই তার হালাল অর্থ দিয়ে কেনা ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এসেছিলেন।
কিছুক্ষণ পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন। এ সময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও তথ্য অনুযায়ী, সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আরও ৭ জন হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে সকাল সোয়া ৯টায় এক দম্পতি তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন এবং স্থানীয় নেতাকর্মীদের দ্বারা রোশানলে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায়।
সকালে পৃথকভাবে আরও দুই ব্যক্তি ও এক নারী শ্রদ্ধা জানাতে এসে নেতাকর্মীদের চড়-থাপ্পরের শিকার হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়।
এদিকে, প্রতি বছর ১৫ আগস্ট আওয়ামী লীগের পতনের আগে শোক দিবস হিসেবে পালিত হতো। তবে গত দুই বছর এই অনুষ্ঠানের সাধারণ আয়োজন বন্ধ রয়েছে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

মন্তব্য করুন