ভোগান্তির শেষ নেই! বসিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ১২:০১| আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:০৪
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার বেলা ১১টার দিকে বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বসিলা স্যোশাল প্ল্যাটফর্ম-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

সংগঠনের প্রধান এম এ রশীদ বলেন, “৩ কিলোমিটারেরও কম এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করে। এটি শুধু বসিলার বাসিন্দাদের জন্য নয়, কেরানীগঞ্জ থেকে ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। অথচ অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে চলাচলের জায়গা ৪০ ফুটেরও কম হয়ে গেছে। পুলিশ পর্যন্ত গ্যারেজ বানিয়েছে, আর একটি মহল রাস্তার প্রায় ৬০ ফুট দখল করে ইট-বালুর ব্যবসা চালাচ্ছে।”

স্থানীয় গাড়িচালকরা জানান, বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, গাড়ি উল্টে যায় বা কাদায় আটকে পড়ে। শুষ্ক মৌসুমে ধুলায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। পানিজমে দীর্ঘ যানজটে পড়লে ট্রাফিক পুলিশও কখনও কখনও পানি সেচের কাজ করে থাকে।

মানববন্ধন শেষে বসিলা সড়কে র‍্যালি বের করে কর্মসূচি শেষ করা হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা
ধানমন্ডি ৩২-এ ফুল হাতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালককে মারধর, উদ্ধার করল পুলিশ
বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি
একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: কাকে ইঙ্গিত করলেন পার্থ?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা