ভোগান্তির শেষ নেই! বসিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সংগঠনের প্রধান এম এ রশীদ বলেন, “৩ কিলোমিটারেরও কম এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করে। এটি শুধু বসিলার বাসিন্দাদের জন্য নয়, কেরানীগঞ্জ থেকে ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। অথচ অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে চলাচলের জায়গা ৪০ ফুটেরও কম হয়ে গেছে। পুলিশ পর্যন্ত গ্যারেজ বানিয়েছে, আর একটি মহল রাস্তার প্রায় ৬০ ফুট দখল করে ইট-বালুর ব্যবসা চালাচ্ছে।”
স্থানীয় গাড়িচালকরা জানান, বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, গাড়ি উল্টে যায় বা কাদায় আটকে পড়ে। শুষ্ক মৌসুমে ধুলায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। পানিজমে দীর্ঘ যানজটে পড়লে ট্রাফিক পুলিশও কখনও কখনও পানি সেচের কাজ করে থাকে।
মানববন্ধন শেষে বসিলা সড়কে র্যালি বের করে কর্মসূচি শেষ করা হয়।(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

মন্তব্য করুন