কাশ্মীরে মেঘ বিস্ফোরণে ৪৬ জন নিহত, আহত ১০০, নিখোঁজ অনেক

ভারতের জম্মু ও কাশ্মীরে ‘মেঘ বিস্ফোরণে’ সৃষ্ট আকস্মিক বন্যায় ৪৬ জন মারা গেছে। তাদের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই কর্মীও রয়েছেন। এ ঘটনায় ১০০ জন আহত এবং অনেক মানুষ নিখোঁজ। ভারতের সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জম্মু ও কাশ্মীরের কিসতোওয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মেঘ বিস্ফোরণ হলো কোনো একটি এলাকায় (এক থেকে ১০ কিলোমিটার বিস্তৃত) মেঘ হঠাৎ ঘনীভূত হয়ে মেঘভাঙা বৃষ্টি ঝড়ে। এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ বলা হয়। এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা যায়। এতে প্রাণহানি এবং বড় আকারে ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানায়, এখন পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে জনকে উদ্ধার করা ১৬৭ জনের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।
জম্মু ও কাশ্মীরে কিসতোয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি অঞ্চলটি বেশ দুর্গম। তবে এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই।
এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগযোগমাধ্যম এক্সের এক বার্তায় তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে মেঘ বিস্ফোরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রয়োজনে সম্ভাব্য সব সহায়তা দেওয়া হবে।’
(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

মন্তব্য করুন