মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা শাকিব, মাহি, বাঁধনদের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ১৭:০৩
অ- অ+

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে শোক এবং শ্রদ্ধা জানিয়েছে ফেসবুকে পোস্ট করেছেন বিনোদন জগতের অনেক তারকা। তার মধ্যে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী শবনম ফারিয়া, মেহের আফরোজ শাওন, ইয়াসমিন জাহান তারিন, মুজিবুর রহমান সুমন, খায়রুল বাশার,মাহিয়া মাহি, নাজিফা তুষি, আজমেরী হক বাঁধন,

শুক্রবার দুপুরে শেখ মুজিবুর রহমানের একটি ছবি করেন শাকিব। কালো ব্যাকগ্রাউন্ডের ছবিতে রয়েছে লাল রক্তের দাগ।ক্যাপশনে শাকিব লেখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

শাকিবের পোস্টের পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনরা একে একে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে শুরু করেন। এক ভক্ত শাকিবকে উদ্দেশ করে লেখেন, ধন্যবাদ খান এমন পোস্টের জন্য।

আরেক নেটিজেন লেখেন, ইতিহাসের ঘৃণ্য নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।

আলোচিত ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক পোস্টে লেখেন, ‘যতদিন বাঁচবো, আপনার আদর্শ আমৃত্যু বহমান থাকবে; রক্তের শিরা-উপশিরায়। বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা।

অভিনেতা খায়রুল বাশার তার পোস্টে কবি আল মাহমুদ এবং নির্মলেন্দু গুণের কবিতার পঙক্তি তুলে ধরে শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনেত্রী শবনম ফারিয়া তার ২০১৬ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে করা পোস্টটি আজ শেয়ার করেছেন।

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।আজমেরী হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।

অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।

অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন, ‘আমি কোনো দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।

শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ভালোবাসা।

নির্মাতা অভিনেতা শরাফ আহমেদ জীবন শেখ মুজিবুরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে... বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘হরেক রঙেরসব্যসাচী ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি... তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।

১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবকে হত্যা করে একদল সেনা সদস্য। সেদিন ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ মুজিবুর রহমান ছাড়াও তার সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব, তাদের সন্তান শেখ কামাল, শেখ জামাল শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল রোজি জামালকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমানের অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ সুকান্তবাবু, মেয়ে বেবি, শেখ মুজিবের ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ঘনিষ্ঠজন।

সময় শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা বিদেশে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। তবে, ২০২৪- গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হয়ে গেলে মুজিব হত্যার আসামির ফাঁসির রায় কার্যকর হয়। ২০২০ সালের ১২ এপ্রিল ভারতে পালিয়ে থাকা আরেক আসামি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা বিলম্বে নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না: সালাম আজাদ 
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম
শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এমন কোনো শক্তি নেই প্রতিহত করবে: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা