মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৩১
অ- অ+

মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন—মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার খবরে বলা হয়, মামুন আলী সাহিফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ঘটে। পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারা অনুযায়ী দোষী হলে তার যাবজ্জীবন বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাত ২০২৫ সালের ১০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে নিজের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারা অনুযায়ী দোষী হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল অভিযোগ গঠন করে ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন। একজন দোভাষী নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে মারিয়াম জামিয়েলা আব মানাফ ও নূর আইনানা রিদজওয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা শাকিব, মাহি, বাঁধনদের
ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড
গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৫ জেলে উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা