গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৫ জেলে উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপকূলে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ একটি ট্রলার গভীর সমুদ্রে যায়। ১২ আগস্ট হাতিয়া থানার চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে ট্রলারটি সশস্ত্র ডাকাতদলের আক্রমণের শিকার হয়। ডাকাতরা ট্রলারে থাকা মাছ, খাবার, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তারা তিনদিন সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকেন।
১৪ আগস্ট ট্রলারটি মোবাইল নেটওয়ার্কে এলে জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর রাত ৮টায় উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারসহ ১৫ জেলেকে নিরাপদে উদ্ধার করে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে স্টেশনে নিয়ে আসে। পরে উদ্ধারকৃত জেলে ও ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সমুদ্র ও উপকূলে এমন উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন