শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, ১৮:৪০
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে ঢাকায় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কারণে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বেশকিছু সড়কে যানচলাচলে চাপ বাড়তে পারে। তাই উক্ত সময়সীমায় সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রার রুট নিম্নরূপ:

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরপলাশী বাজার জগন্নাথ হলকেন্দ্রীয় শহীদ মিনারদোয়েল চত্বরহাইকোর্ট বঙ্গবাজারঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনগোলাপশাহ মাজারগুলিস্থান মোড় নবাবপুর রোডরায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক।

গণবিজ্ঞপ্তিতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়

. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

. অংশগ্রহণেচ্ছুদদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, সাহ্য পদার্থ, চুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

. শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না।

. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা যেনে চলার জন্য অনুরোধ করা হলো।

. ব্যারিকেড, পিকেট আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া
শোকে পাথর রুক্মিণী, মুম্বই থেকে কলকাতায় দ্রুত ফিরলেন নায়িকা
যারা বিলম্বে নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না: সালাম আজাদ 
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা