খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দরুদ শরিফ ও সূরা ফাতেমা পাঠের মাধ্যমে শুরু হয় দোয়া মাহফিল। এ সময় মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণ-আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাবির বিভিন্ন হল ও অনুষদের ছাত্রদল নেতাকর্মীরা এতে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাবা ইসকান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের চতুর্থ সন্তান তিনি।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি)

মন্তব্য করুন