মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ১০:২১
অ- অ+

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি ছাড়াই ঢুকে পড়ার চেষ্টা করায় ৯৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে কুয়ালালামপুরে পৌঁছানো এক ফ্লাইটে আসেন তারা। খবর মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা।

একেপিএস জানায়, রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। পরে তাদেরকে ‘নো টু ল্যান্ডনোটিশ দেওয়া হয়।

সংস্থাটির দাবি, আটক ব্যক্তিরা ভোরের ফ্লাইটে এসেছেন সচেতনভাবেকারণ দিনের বেলা সীমান্তে কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আটক বাংলাদেশিদের ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

একেপিএস আরও বলেছে, এরা খুব সম্ভবত পর্যটন ভিসায় প্রবেশ করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করেছিলেন। সীমান্তের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে সিসা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বেই রাহাত খুন: র‍্যাব
ঢাকাসহ ৭ বিভাগে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সেনাবাহিনীর অভিযান
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা