বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রূপায়ণ সেন্টারের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঘটনার সময় এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তারই মধ্যে রাতের অন্ধকারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন