বনানীতে সিসা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বেই রাহাত খুন: র্যাব

রাজধানীর বনানীতে আলোচিত রাহাত হোসেন রাব্বী হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে সিসা লাউঞ্জকেন্দ্রিক আধিপত্যের দ্বন্দ্ব। পূর্ব শত্রুতার জেরে ইন্টারনেট ব্যবসায়ী রাহাতকে ছুরিকাঘাতে খুন করা হয় বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সকালে উত্তরায় র্যাব-১ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে শুক্রবার বিকালে কুমিল্লার বরুড়া থেকে আলোচিত এই মামলার প্রধান দুই আসামি মুন্না (২৭) ও মাকসুদুর রহমান হামজা (২৬)-কে গ্রেপ্তার করে র্যাব।
শত্রুতার সূত্রপাত সিসা লাউঞ্জেই
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মুন্না ও হামজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, বনানীর ‘৩৬০ ডিগ্রি সিসা লাউঞ্জে’ যাতায়াত ও লাউঞ্জের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে তাদের সঙ্গে রাহাতের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার দিন রাত ১টার দিকে রাহাত মুন্নাকে লাউঞ্জ থেকে বেরিয়ে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়। এর জের ধরে হামজা ও মুন্না পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
যেভাবে হত্যা
১৪ আগস্ট ভোরে রাহাত ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন বনানীর হাউজ নং-১০০ এর চতুর্থ তলায় অবস্থিত ‘খ্রি সিক্সটি সিসা লাউঞ্জে’ যান। সেখান থেকে নামার সময় দ্বিতীয় তলায় মুন্না ও হামজা তাদের পথরোধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে মুন্না পাঞ্জাবীর ভেতর থেকে ধারালো চাকু বের করে রাহাতের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের অভিযান ও অস্ত্র উদ্ধার
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের সনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে মুন্না ও হামজাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে র্যাব।
মামলা দায়ের
ঘটনার পর নিহত রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং–১৭, তারিখ–১৫/০৮/২০২৫; ধারা–৩৪৪/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৫০৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামী মুন্না এবং মাকসুদুর রহমান হামজার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সুস্থ অবস্থায় বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএম)

মন্তব্য করুন