গাজায় ত্রাণ নিতে ইসরায়েলি হামলায় আড়াই মাসে নিহত ১ হাজার ৭৬০ ফিলিস্তিনি: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিতে ইসরায়েলি হামলায় চলতি বছরের আড়াই মাসে অন্তত এক হাজার ৭৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশপাশ থেকে। এছাড়া ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরও ৭৬৬ জন নিহত হয়েছেন। অধিকাংশের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে।
এর আগে, গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে নিহতের সংখ্যা বলা হয়েছিল এক হাজার ৩৭৩। নতুন প্রতিবেদনে সংখ্যা আরও কয়েকশ’ বেড়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবারই ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার অপেক্ষায় ছিলেন।
ফিলিস্তিনে চলমান এই মানবিক সংকট নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন