খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৫
অ- অ+

খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি রূপসা থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংক শাখার ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা সম্পূর্ণ লুট হয়ে গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। এর পর থেকে শুক্রবার রাত পর্যন্ত যেকোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের ভেতরে কোনো প্রহরী ছিল না। এ সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা লুট করে। “যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৭ বিভাগে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সেনাবাহিনীর অভিযান
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা