ভোলাগঞ্জে সাদাপাথর লুট: অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৭
অ- অ+

সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কোটি টাকার সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ কোয়ারি এলাকা থেকে দুষ্কৃতকারীরা অবৈধভাবে পাথর উত্তোলন ও লুট করছে। এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এজাহারে বলা হয়, সরকারি কোয়ারি থেকে এ ধরনের লুটপাট খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ (চুরি) ও ৪৩১ (জনসাধারণের জন্য বিপজ্জনক ক্ষতি) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

পাথর লুটের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে মামলায়।

উল্লেখ্য, ইতিমধ্যে ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া আনুমানিক এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তবে পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে সিলেট থেকে প্রায় এক কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৭ বিভাগে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সেনাবাহিনীর অভিযান
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা