রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সেনাবাহিনীর অভিযান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫১| আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:২৯
অ- অ+

রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার “ডক্টর ইংলিশ” নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।

কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য, যিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান সিসা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ।

এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় এলাকা ঘিরে রাখা হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে সিসা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বেই রাহাত খুন: র‍্যাব
ঢাকাসহ ৭ বিভাগে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে মৃত্যু ২৫০ ছাড়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা