মাইন বিস্ফোরণে আহত

হাতিকে বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা আহত, বিজিবির হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ১৩:১৪| আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৪
অ- অ+

কক্সবাজারের রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ে আহত একটি হাতির চিকিৎসা দিতে গিয়ে হাতির আক্রমণে দুই ভেটেরিনারি সার্জনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে। কয়েক দিন আগে ওই এলাকায় স্থল মাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়েছিল। হাতিটির চিকিৎসার জন্য ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান সেখানে যান। তাদের সঙ্গে ছিলেন ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’-এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

চিকিৎসার একপর্যায়ে আহত হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেলিকপ্টারে করে আহতদের রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে সংস্থাটি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আহত চিকিৎসকদের ঢাকায় নেওয়ার উদ্যোগও সেই দায়িত্ববোধেরই অংশ।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রুকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি: রিজভী
নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের শত্রু: সালাহউদ্দিন আহমেদ
আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার প্রশ্ন
৩৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল আলম, সম্পাদক তারিক লতিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা