আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৮| আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৫:৪২
অ- অ+

চিকিৎসকদের উদ্দেশে কঠোর প্রশ্ন ছুড়ে দিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?” তিনি রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও অনুরোধ করেন।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল অভিযোগ করে বলেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, “পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তাররা আলাদা সময় দেন? কেন এই দুর্নীতি চলবে?”

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার সক্ষমতা আছে, তাই রোগীরা বিদেশে যেতে চাইবে না যদি সঠিক সেবা দেওয়া হয়। কিন্তু বাস্তবে ভোগান্তি বাড়ছে। উদাহরণ টেনে তিনি বলেন, তার বাড়ির একজন সহায়তাকারী ঢাকার একটি হাসপাতালে গিয়ে ১৪টি টেস্টের নির্দেশ পেয়েছিলেন। পরে বাইরে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে এত টেস্টের প্রয়োজন হয়নি।

চিকিৎসা সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, “যদি একজন নার্স ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে ধৈর্য ধরে ভালো সেবা দেবেন? হাসপাতাল মালিকরা কম মুনাফা করলে এ সমস্যার সমাধান সম্ভব।”

তিনি চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “দয়া করে এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ গরিব। বড়লোকদের গলা কাটেন, কিন্তু সাধারণ মানুষের প্রতি এভাবে নিষ্ঠুর হবেন না।”

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাইলস্টোন কলেজে দেয়াল পত্রিকার প্রদর্শনী
আরও দুই লাখ ৩০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা