এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচন হওয়ার আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নতুন সংবিধান প্রণয়নের দাবিতে মাঠে নেমেছে। তিনি উল্লেখ করেন, 'আমাদের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও আমরা জনগণের জন্যই লড়াই চালিয়ে যেতে চাই।'
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরে জনগণকে সম্পৃক্ত করেই জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। তার দাবি অনুযায়ী, দেশের ৬০ শতাংশ মানুষ কাঙ্ক্ষিত সংস্কার চায়।
এনসিপির এই নেতা সভায় ঘোষণা দেন, 'যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে আমি আর জনসম্মুখে আসব না।'

মন্তব্য করুন