মিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার সকালে র্যালির উদ্বোধন করেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাজীব আহমেদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে. এম. ইয়াহিয়া সামী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মিরপুর থানা মহিলা দলের সদস্য সচিব সেলিনা আক্তার কণিকা ও শাহআলী থানা মহিলা দলের সদস্য সচিব সুমি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ১৩ নম্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন