পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নুরে আলম তালুকদারের সঙ্গে ব্যাংকের বিভাগীয় মনিটরিং কর্মকর্তাদের ব্যবসা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় পরিচালক নুরে আলম তালুকদার পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। তিনি শ্রেণীকৃত ঋণ ও মেয়াদোত্তীর্ণ ঋণ হ্রাস করে ব্যাংকের সব লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভাগীয় মনিটরিং কর্মকর্তারা ব্যাংকে পেনশন সুবিধা চালুর জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে জানুয়ারি মাসে পেনশন সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন পরিচালনা পর্ষদের পরিচালক নুরে আলম তালুকদার।
দীর্ঘ আলোচনায় ব্যাংকের সার্বিক কল্যাণে আরও নানাবিধ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। আশা প্রকাশ করা হয়, এই ধরনের সভার উদ্যোগ ব্যাংকের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। -বিজ্ঞপ্তি।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/মোআ)

মন্তব্য করুন