এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, ২২:৫১
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে কোনো দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে দলটি। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে আজ শনিবার (১৬ আগস্ট) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কক্সবাজার ভ্রমণে ওই পাঁচ নেতা সিাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেন বলে একটি সংবাদমাধ্যমে খবর হয়। এরপর বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় এই খবর। তবে ওই নেতারা এই খবর বরাবর অস্বীকার করেছেন।

গত ৬ আগস্ট দলীয় শৃঙ্খলা রক্ষার্থে পাঁচ নেতার বিরুদ্ধে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে এনসিপি। তারা হলেনমুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

পাঁচ নেতা দলীয় দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তাদের জবাব দাখিল করেন। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের দেয়া নির্দেশনার ভিত্তিতে ওই জবাব বিশ্লেষণ করে দেখা গেছে, পাঁচ নেতার বিরুদ্ধে আনা যে অভিযোগ, তাতে দলীয় শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি।

তাই আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে জারি করা পাঁচটি শোকজ নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাকৃবি ছাত্রশিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা