ফরিদপুর-৪ আসনে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা

দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট ফরিদপুর-৪ আসনে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন আসনের ১০টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য ১০ বস্তা করে চাল হস্তান্তর করা হয়েছে।
কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে এবং সহযোদ্ধা হাজী শাখাওয়াত হোসাইন নান্নুর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শিশুদের পাশে দাঁড়ানোর এই আয়োজন করা হয়েছে।
এসময় আয়োজকরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন