সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার প্রধান আসামি নীরব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৫| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সাবিনা আক্তার লাকিকে গলা কেটে হত্যার ঘটনায় আলোচিত প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠির নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে তারা কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নীরবের অবস্থান শনাক্ত করে চৌকস আভিযানিক দল। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) কলোনির একটি ভাড়া বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার প্রয়াত শামসুল হকের মেয়ে ও গ্রীল-ওয়ার্কশপ কর্মী মো. রুবেলের স্ত্রী। তাদের এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নীরব ওরফে নাজিম পূর্বপরিচয়ের সূত্র ধরে সাবিনা আক্তারকে ফুসলিয়ে ভাড়া বাসায় নিয়ে যায়। পরে ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের যেকোনো সময়ে ধারালো অস্ত্র দিয়ে গলা, গাল ও ঘাড়ে আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মো. রুবেল বাদী হয়ে নীরবসহ আরও দুই-তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত নীরবকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
‘কাগজ’-এর পর জুলফিকারের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন রুনা খান
গাইবান্ধায় বিকাশ এজেন্ট ও জামায়াত নেতা নজরুলের মরদেহ উদ্ধার
ফরিদপুর-৪ আসনে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা