‘কাগজ’-এর পর জুলফিকারের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন রুনা খান

‘কাগজ’-এর পর আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। তার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। ছবিটিতে প্রথমবারের মতো চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানকে।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, “গত শীতেই ছবিটির গল্প শুনেছিলাম। চরিত্রটি পড়ার পর ভালো লেগে যায়। আমি সবসময় বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে চাই। এই চরিত্রটি একজন চিত্রনায়িকার জীবনের ভেতরের গল্প নিয়ে। দর্শকরা শুধু আমাদের পর্দার আলোয় দেখে, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়েও আমাদের অনেক গল্প আছে। সেসবই ফুটে উঠবে এই সিনেমায়।”
তিনি আরও বলেন, “প্রায় ১৭-১৮ বছর আগে নোমান রবিনের একটি টেলিফিল্মে যাত্রাশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলাম। তবে সিনেমায় নায়িকার ভূমিকায় এবারই প্রথম। চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে শতভাগ চেষ্টা করব।”
এটি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর দ্বিতীয় সিনেমা। তিনি জানিয়েছেন, আসন্ন শীত মৌসুমে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তুতি পুরোপুরি শেষ না হলে কিছুটা পিছিয়েও যেতে পারে সময়সূচি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের আরও তিনটি চলচ্চিত্র—মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

মন্তব্য করুন