কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক আবু তালেবের ইন্তেকাল

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৭ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘ কর্মজীবনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সহকর্মীদের কাছে তিনি সম্মান অর্জন করেছিলেন।
তার মৃত্যুতে কারা কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।
কারা অধিদপ্তর এক শোকবার্তায় জানিয়েছে— 'আমরা আবু তালেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।'
মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এসএস)

মন্তব্য করুন